১৮ দলের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া

13/01/2014 9:50 pmViews: 7

 

 

ঢাকা, ১৩ জানুয়ারি  : ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

জোটের আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগে সর্বশেষ ১৯ নভেম্বর ১৮ দলের বৈঠকে বসেছিলেন বিএনপি চেয়ারপারসন। সে অনুযায়ী ৫২ দিন পর ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী উপস্থিত আছেন।

জোট নেতাদের মধ্যে উপস্থিত আছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রেদওয়ান উল্লাহ শাহেদী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)  সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Leave a Reply