১৮ দলীয় জোটে যোগ দিলেন কাজী জাফর

25/01/2014 10:17 pmViews: 7
১৮ দলীয় জোটে যোগ দিলেন কাজী জাফর
ঢাকা : শুধু আন্দোলনে সমর্থন নয় এবার ১৮ দলীয় জোটের শরীক হলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে  ফুলের তোড়া দিয়ে তিনি ১৮ দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায়ও অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এই অংশের অন্য সদস্যরা হলেন, টিআইএম ফজলে রাব্বি, মাহমুদুল হাসান, এসএমএম আলম, প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ শফিউল্লাহ, গোলাম মোস্তফা বাটুল, এইচ এম গোলাম রেজা, এম কে আলম চৌধুরী, নবাব আলী ও মনিরা বেগমসহ শতাধিক নেতাকর্মী ।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে.(অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড.আব্দুল মঈন খান, বেগম সারওয়ারী রহমান ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া ১৮ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড.কর্নেল (অব) অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির সভাপতি মে.জে.(অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, জামায়াত ইসলামের কর্মপরিষদের সদস্য ডা. রেদোওয়ান উল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোবিন, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচএম কামরুজ্জামন খান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গণি, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নীলু, বাংলাদেশ পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শায়েখ আব্দুল মোবিন, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনিও উপস্থিত ছিলেন।

Leave a Reply