১৮৩ রানের জয় বাংলাদেশের

আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের জবাবে আইরিশরা অলআাউট হয়েছে মাত্র ১৫৫ রানে। ৪২ রানে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ইনিংসে ধম নামান ইবাদত হোসেন। তিন উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। দুটি তাসকিন অপর উইকেটটি দখল করেছেন সাকিব আল হাসান।
৩৩৯ রানের টার্গেটে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে দুই আইরিশ ওপেনার ১০ ওভারে তুলেছিল ৬০ রান। এই সময়ে নতুন বলে প্রথম স্পেলে ৩ ওভার করে সরে গিয়েছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় স্পেলে ফিরেই উইকেট শিকারের উৎসবে যোগ দিলেন ডানহাতি গতিময় পেসার। বোল্ড করে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন অ্যান্ড্রু বালবার্নিকে।
 তাসকিনের অফ স্টাম্প লাইনে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি সোজা ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করেন আইরিশ অধিনায়ক। তার ব্যাট-প্যাডের ফাঁক গলে মিডল স্টাম্পে আঘাত হানে বল।
 
 
















