১৮ই ফেব্রুয়ারি সারাদেশের মহানগরে পদযাত্রা করবে বিএনপি
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ১৮ই ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি। আজ রোববার এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচির পূর্ব মুহূর্তে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়া সহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে সকলেই আগামী ১৮ই ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। মোশাররফ হোসেন বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহবান জানান তিনি। এদিকে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে রাজধানীর শ্যামলী মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মোহাম্মদপুর বেড়িবাঁধে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
পদযাত্রায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন তারা।
আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট জয়নাল আবেদীন ফারুক, আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।