১৬ অক্টোবর ঈদুল আজহা
স্টাফ রিপোর্টার: জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ অক্টোবর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। রবিবার সন্ধ্যায় কমিটি এ ঘোষণা দেয়।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া হজ পালনে সৌদি আরব থাকায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল। তিনি সাংবাদিকদের বলেন, গাইবান্ধা ও ঠাকুরগাঁও থেকে চাঁদ দেখার খবর এসেছে।
ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়ালসহ কমিটির সব সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।