১৫ দিনের মধ্যে অপরিকল্পিত ইমারত চিহ্নিত করা হবে : পূর্তমন্ত্রী
১৫ দিনের মধ্যে অপরিকল্পিত ইমারত চিহ্নিত করা হবে : পূর্তমন্ত্রী

আগামী ১৫ দিনের মধ্যেই অপরিকল্পিত ও অননুমোদিত ইমরাত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। শনিবার সকালে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শ. ম. রেজাউল করিম বলেছেন, ঢাকা মহানগরীর যে কোনো স্থানে অপরিকল্পিত এবং পরিকল্পনা বা অনুমোদনের বাইরে ইমারত নির্মাণ হয়েছে কি না তা আগামী রবিবার আমরা রাজউকের পক্ষ থেকে পরীক্ষা শুরু করব। সেক্ষেত্রে অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে কি না, দ্রুতগতিতে নেমে যাওয়ার সিঁড়ির ব্যবস্থা রয়েছে কি না সেসব বিষয় পরীক্ষা করে দেখা হবে।
তিনি বলেন, আমরা ১৫ দিনের মধ্যে চিহ্নিত করব কোন কোন বহুতল ভবনগুলি পরিকল্পনার বাইরে বা নিয়মের বাইরে হয়েছে। সেগুলো প্রয়োজনে সিলগালা করব, প্রয়োজনে সেগুলোর অপসারণ করব অথবা উপযোগী অবস্থা সৃষ্টি না করা পর্যন্ত সকল কার্যক্রম আমরা স্থগিত করব।
বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে শ. ম রেজাউল করিম বলেন, এই ঘটনায় যারা জড়িত তিনি মালিক হন, ব্যবসায়ী হন, ডেভেলপার হন এমনকি যদি রাজউকের কোনো কর্মকর্তা জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যস্থ গ্রহণ করব। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, বহুদিনের একটি অভিযোগ ছিল তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে না। যেদিন তদন্ত সম্পন্ন হবে আমরা পরের সপ্তাহেই তদন্ত প্রতিবেদন জনসম্মখে তুলে ধরব। যাতে মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে পারে এই ঘটনার সঙ্গে মানুষরূপী কোন নরপিশাচরা জড়িত।
জনগণকে নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চাই মানুষেরও একটা চেতনা এগিয়ে আসতে হবে। অর্থাৎ জনসচেতনতা তৈরি না হওয়া পর্যন্ত একমাত্র রাজউক, একমাত্র এমপি বা মন্ত্রী সব সমস্যার সমাধান করতে পারে না। আমি তো বলেছি যেখানে যে অভিযোগ আছে আমাকে সরাসরি জানান, আমরা একসাথে যাব। আমরা কাজ করার জন্য দায়িত্ব নিয়েছি, ক্ষমতা ভোগ করার জন্য নয়।
ডিএনসিসি মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শ. ম. রেজাউল বলেন, আপনারা জানেন এটি পরিকল্পিত ভবন কিন্তু নয়। এখানে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে স্থাপনা নির্মাণ করে আপাত অবস্থায় ব্যবসা আয়োজন করা হয়েছে। এখানে বিদ্যুতের সংযোগসহ অন্যান্য ব্যবস্থা কিন্তু সেই অনুযায়ী না। এখানে একটা বহুতল ভবন যখন নির্মিত হবে, সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা ভবনের যে প্রয়োজনীয় শর্তাদি সেগুলো সম্পন্ন হওয়ার পর আমরা সার্টিফিকেট দেব।