
প্রতিবেদক : পহেলা অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিন। একে একে চৌদ্দটি বছর পেরিয়ে পনেরোতে পা দিল বাংলা ভাষার প্রথম ডিজিটাল চ্যানেলটি। রাত ১২টা এক মিনিটে নিজস্ব ভবনে কেক কেটে উদযাপন করা হয় চ্যানেল আইয়ের জন্মদিনের প্রথম প্রহর। জন্মদিন উপলক্ষে পহেলা অক্টোবর সারা দিন চ্যানেল আই ভবনে রয়েছে শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের মিলন মেলা। সকালে র্যালির মধ্য দিয়ে শুরু হবে জন্মদিনের কার্যক্রম। সারা দিনই থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা ৭টায় কেককাটা ও উত্সবের বর্ণিল আতশবাজিতে শেষ হবে জন্মদিনের নানা কার্যক্রম। দিনটি উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় থাকবে নানা আয়োজন।