১৫ আগস্ট জন্মদিন পালন না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

23/10/2013 11:11 amViews: 11

PM-Hasinaপ্রতিবেদক: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত্ বার্ষিকীতে জন্মদিন পালন না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধকার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ অনুরোধ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমার ছোট্ট ভাই শেখ রাসেলের মৃত্যুর দিনে যখন বেগম জিয়া কেক কেটে জন্মদিন পালন করেন তখন আমার মনে হয় আমার বুকের ভেতর কেউ ছুরি চালাচ্ছে।
শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার প্রতি স্কুল সার্টিফিকেট অনুযায়ী জন্মদিন পালনের আহ্বান জানান। এসময় প্রতিবন্ধী ও দরিদ্র শিশুদের অবহেলা না করার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্ম। আমার ৫ ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট শেখ রাসেল ছিলো সবচেয়ে মেধাবী। রাসেলের স্বপ্ন ছিলো সে বড় হয়ে সেনা কর্মকর্তা হবে। কিন্তু স্বাধীনতাবিরোধীরা সব শেষ করে দিলো।

শেখ হাসিনা বলেন, যে ফুলটা ফোটার আগেই ঝরে গেছে। বাংলাদেশে এই ঘটনা যেনো আর না ঘটে। এসময় হারানো ছোট ভাইয়ের কথা বলতে বলতে আবেগ আপ্লুত হযে পড়েন প্রধানমন্ত্রী।

শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

দাবা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকত, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি কে এম শহিদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান, সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান হাওলাদার। শিশু-কিশোরদের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেয় খাদিজা আক্তার।

Leave a Reply