১৪ দলের বৈঠক রবিবার
প্রতিবেদক : দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করতে রবিবার বৈঠকে বসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী নির্বাচন ও সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পরিস্থিতিসহ চলমান পরিস্থিতি, আগামীতে জোটের করণীয় এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
গত ১০ সেপ্টেম্বর ১৪ দলের সর্বশেষ বৈঠকে নির্বাচন নিয়ে সঙ্কট নিরসনে সংলাপ, জোটের পরিধি বাড়ানোসহ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
আজকের বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বর্তমানকে বলেন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রীর সাউথসাউথ পুরস্কার লাভ ইত্যাদি বিষয় নিয়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করার জন্যই বৈঠক আহ্বান করা হয়েছে।
শনিবার ১৪ দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সভায় সংশ্লি�ষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য মোহাম্মদ নাসিম অনুরোধ জানিয়েছেন।