‘১৪ দলের ঐক্য হিমালয়ের মতো অটুট’
পৌরসভা নির্বাচন নিয়ে ১৪ দলের মধ্যে কোনো ভুল বোঝাবোঝি নেই বলেও দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৪ দলের ঐক্য হিমালয়ের মতো অটুট। এটা কেউ ভাঙতে পারবে না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, পৌরসভা নির্বাচনে ১৪ দলের শরিকরা স্ব স্ব দলীয়ভাবে অংশগ্রহণ করছে। এটা ভাল লক্ষণ।
নাসিম বলেন, ‘১৪ দল মনে করে, এ নির্বাচনে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখবে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ১০০ ভাগ সফল হবে। এ ব্যাপারে ১৪ দল সর্বাত্মক সহযোগিতা করবে।’
নির্বাচনে নাশকতার আশঙ্কা করছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো আশঙ্কা করছি না। নাশকতা বিএনপির উপর নির্ভর করছে। এই প্রশ্নটা তাদের করেন।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি উপলব্ধি করতে পেরেছেন নির্বাচন বর্জন শুভ লক্ষণ নয়। তাই আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন।’
বিএনপিনেত্রীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ প্রসঙ্গে নাসিম বলেন, ‘তিনি আবার যদি মাঠে নামেন তাহলে জনগণের আবার মনে পড়বে তিনি পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করেছিলেন।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবুল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী; ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির শাহাদত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, বাসদের রেজাউর রশীদ খান, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল প্রমুখ।