১৪ দলের ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না: নাসিম

23/04/2016 10:34 amViews: 9
১৪ দলের ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না: নাসিম
 
১৪ দলের ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না: নাসিম
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘যারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সাথে কোনো আপোষের প্রশ্নই ওঠে না।’
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১৪ দল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ঐক্য অটুট আছে। জঙ্গিবাদ মোকাবেলায় এ ঐক্য অতীতের মতো ভবিষ্যতেও অটুট থাকবে। কোনো শক্তিই ১৪ দলের ঐক্যে ফাটল ধরাতে পারবে না।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর দৌহিত্র। তার ধমনীতে বঙ্গবন্ধু কন্যার রক্ত প্রবাহিত। তাকে যারা বিদেশ বিভূইয়ে হত্যার ষড়যন্ত্র করেছে, তারা যত শক্তিশালী হোক রেহাই পাবে না। বিচারের সম্মুখীন তাদের হতেই হবে।

স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার তাই করবেন। এক্ষেত্রে শেখ হাসিনা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে এবং হবে। সব নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

Leave a Reply