১৪ অক্টোবর পবিত্র হজ
ডেস্ক : বিশ্ব মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজ উদযাপিত হবে ১৪ অক্টোবর। শনিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট।
সুপ্রিমকোর্টের বরাত দিয়ে আল অ্যারাবিয়া অনলাইন জানিয়েছে, শনিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার কোরবানির ঈদ হবে ১০ জিলহজ অর্থাত্ ১৫ অক্টোবর। আর নিয়মানুযায়ী এর আগের দিন ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
এদিকে বাংলাদেশে কবে কোরবানির ঈদ হবে তা নির্ধারণে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ধারণা করা হচ্ছে, রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ১৬ অক্টোবর এবং না দেখা গেলে এর পরদিন ১৭ অক্টোবর কোরবানির ঈদ উদযাপন করবে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের মানুষ।
সাধারণত সৌদি আরবের একদিন পরই রোজা ও কোরবানির ঈদ পালন করা হয়।