১৪৯টি স্বর্ণের বার উদ্ধার : ৩ পুলিশসহ আটক ৪

01/04/2014 10:01 pmViews: 9

 

 

ঢাকা, ১ এপ্রিল  : সোনার বার আত্মসাতের অভিযোগে রাজধানীর রামপুরা থানার ৩ পুলিশসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের থেকে ১৪৯টি সোনার বারও উদ্ধার করা হয়।

সোমবার গভীর রাতে ঢাকার বাইরে ৩ জেলা শহরে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রামপুরা থানার এসআই মঞ্জুরুল আলম, কন্সটেবল ওয়াহিদ ও আকাশ এবং পুলিশের সোর্স রানা।

ডিবি জানিয়েছে, ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় পুলিশের গাড়ি দেখে একটি মাইক্রোবাস দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একটি গলির ভেতরে মাইক্রোবাসটি রেখে পালানোর সময় সমীর ও মুহিন নামে দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ।

ঘটনার ৩ দিন পর আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা দায়ের করে বনশ্রী এলাকায় সেদিন দায়িত্বে থাকা পুলিশ।

মামলায় আসামিদের কাছ থেকে ৭০টি সোনার বার উদ্ধার করার কথা বলা হয়। থানা হেফাজতে নেয়ার পর ওই ২ আসামি জানায়, তাদের কাছে আরো স্বর্ণের বার ছিল।

এরপর ডিএমপির কমিশনার বেনজীর আহমদের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে ডিবি।

সোমবার রাতে ডিবির পৃথক ৩টি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়া জেলায় অভিযান চালিয়ে পুলিশের ৩ সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।

Leave a Reply