১৪৩ কোটি ১৮ লক্ষ টাকার দেনা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন মেয়র কামাল

08/10/2013 6:10 pmViews: 17

11প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ ১’শ ৪৩ কোটি ১৮ লক্ষ টাকার দেনা ঘারে নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন নব-নির্বাচিত মেয়র মোঃ আহসান হাবিব কামাল। ভারপ্রাপ্ত মেয়র মো. আলতাফ মাহমুদ সিকদার নব-নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্বগ্রহণ উপলক্ষে নগরীকে সাজানো হয়েছে বর্নিল সাজে। নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুরকে ঘিরে নব-নির্বাচিম মেয়র ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং তার পরিষদের নবনির্বাচিত ৪০ জন কাউন্সিলরের ছবি সংবলিত বিশাল আকৃতির বিলবোর্ড ও আলোকসজ্জা করা হয়েছে। বিবির পুকুর ও জেলা পরিষদ পুকুরের সাজসজ্জা করেছেন নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে দৃষ্টিনন্দনকরা তোরণ ও বিলবোর্ড স্থাপন করা হয়। আহসান হাবিব কামালের ছবির পাশে মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি’র বিশাল আকৃতির ছবি শোভা পেয়েছে।
দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গতকাল মঙ্গলবার দুপুর একটায় নগর ভবনে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন আহসান হাবিব কামাল। এসময় মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি সহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, নগর ভবনের কর্মকর্তা ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেয়র আহসান হাবিব কামাল বলেন, ১’শ ৪৩ কোটি ১৮ লক্ষ টাকার দেনা ঘারে নিয়ে আজ আমি মেয়রের দায়িত্ব গ্রহন করেছি। তিনি আরো বলেন, লিপস্টিক মার্কা উন্নয়ন নয়, আমরা টেকসই উন্নয়ন করতে চাই। এ লক্ষ্যে তিনি নগরবাসীর পাশাপাশি সকল সুধী সমাজের সহযোগীতা কামনা করেন। মেয়র কামাল আরো বলেন, নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী নগর ভবনকে দুর্নীতিমুক্ত করা হবে। নতুন কোন কর আরোপ করা হবে না, হাইডোলিক হর্ন মুক্ত নগরী গড়ে তোলা হবে। নতুন করে এ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করা হবে। এছাড়াও তিনি আগামী এক সপ্তাহের মধ্যে নগরীর সকল সড়ক সংস্কার করাসহ খুবশীঘ্রই নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরনের জন্য খাল খনন কর্মসূচী শুরু করবেন বলেও প্রতিশ্র“তি দেন। এরপূর্বে নবনির্বাচিত মেয়রকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদারসহ নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, গত ১৫ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল ২০ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন। ২১ জুলাই মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। তবে সিটি কর্পোরেশনের সাবেক পরিষদের মেয়াদ বহাল থাকায় মেয়রের দায়িত্ব পেতে আহসান হাবিব কামালকে তিনমাস অপেক্ষা করতে হয়। আহসান হাবিব কামাল এর আগে দীর্ঘদিন পৌর কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, প্রশাসক ও সর্বশেষ ২০০১ সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরের সময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম মেয়রের দায়িত্ব পালন করেন। তবে নির্বাচিত মেয়র হিসেবে তিনি সর্বপ্রথম গতকাল মঙ্গলবার নগর ভবনের দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply