১৩ মাসের ভাড়া বকেয়া বরিশালে জাতীয় পার্টির কার্যালয় তালাবদ্ধ
জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর শাখার কার্যালয় তালাবদ্ধ করে দেয়া হয়েছে। ১৩ মাসের ভাড়া বকেয়া থাকায় কার্যালয় ভবন মালিক গত চারদিন পূর্বে কার্যালয়টি তালাবদ্ধ করে দিয়েছেন।
নগরীর সদর রোডের বাসিন্দা মোঃ বেল্ল¬াল হাওলাদারের ঘর ভাড়া নিয়ে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর শাখার কার্যালয় করা হয়েছিলো। ভবন মালিক বেল্ল¬াল হাওলাদার জানান, মাসিক দুই হাজার টাকার চুক্তিতে ঘর ভাড়া দেয়া হয়েছিলো। চুক্তি অনুযায়ী মাসের ৫ তারিখের মধ্যে ভাড়া পরিশোধের কথা ছিলো। কিন্তু জেলা সভাপতি মহসিন উল ইসলাম হাবুল গত ১৩ মাস পর্যন্ত কোন ঘর ভাড়া দেননি। এতে তার কাছে ঘর ভাড়া বাবদ ২৬ হাজার টাকা পাওনা হয়। তার কাছে (হাবুলের) একাধিকবার ঘর ভাড়ার টাকা চাইলে তিনি সময় ক্ষেপণ করেন। পরবর্তীতে ভাড়া আদায়ের জন্য গত মঙ্গলবার থেকে অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।