১৩ জুন পবিত্র শবে বরাত
১৩ জুন পবিত্র শবে বরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আরবী ১৪৩৫ হিজরির শাবান মাস। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে ১৩ জুন শবে বরাতের রাত।
তবে সারাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।
সভায় ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, তথ্য মন্ত্রণালয়, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।