১২টায় নয়, ওয়ানডে শুরু হবে দুপুর ৩টায়

08/07/2015 5:25 pmViews: 7

০৮ জুলাই ২০১৫,বুধবার

আবার পরিবর্তন আসলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সময় সূচিতে। তিন ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে প্রত্যকেটি ম্যাচের সময়। আগের সূচিতে প্রতিটি ওয়ানডে দুপুর ১২টায় শুরু হবার কথা ছিল। কিন্তু তিন ঘণ্টা পিছিয়ে এখন প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে এই তথ্য।

দুপুর ৩টায় শুরু হয়ে প্রথম ইনিংস শেষ হবে ৬টা ৩০ মিনিটে। এরপর ৪৫ মিনিটের বিরতি। তারপর দ্বিতীয় ইনিংস শুরু হবে ৭টা ১৫ মিনিটে। খেলা শেষ হবার নির্ধারিত সময় ১০টা ৪৫ মিনিট।

১০ ও ১২ জুলাই প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর ১৫ জুলাই তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Leave a Reply