১১ দিন পর প্রটোকলের গাড়ি খালেদার বাসায়
ঢাকা: বিরোধীদলীয় নেতা হিসেবে পুলিশ প্রটোকল ফিরে পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১ দিন পর বুধবার সন্ধ্যায় তারা বাসায় যায় প্রটোকলের গাড়ি।
গত ২৮ ডিসেম্বর রাতে প্রটোকল সরিয়ে নিয়ে তার বাসার সামনে ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ব্যারিকেড দেয়া হয় সড়কের দুই পাশে। বুধবার সকালে তা সম্পূর্ণ সরিয়ে নেয়া হয়।
বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশান-২-এর ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসার সামনে এসে পুলিশের প্রটোকল গাড়ি থামে। গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন।
২৮ ডিসেম্বর প্রটোকল সরিয়ে নেয়ার পর থেকে খালেদা জিয়াকে তার বাসা থেকে বের হতে দেয়নি পুলিশ। তিনি অবরুদ্ধ ও গৃহবন্দী ছিলেন বলে অভিযোগ রয়েছে বিএনপির।
এদিকে বুধবার রাতে তিনি (খালেদা জিয়া) তার গুলশানের কার্যাবলয়ে যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।