১০ দিনের সফরে সৌদি যাচ্ছেন খালেদা

26/07/2013 7:13 amViews: 19

image_47329_0ঢাকা: দশ দিনের সফরে শনিবার সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশান কার্যালয় সূত্রে যানা গেছে, সৌদি বাদশা আব্দুল্লাহর আমন্ত্রণে ২৭ জুলাই সৌদি আরবে যাবেন তিনি। এসময় তিনি পবিত্র ওমরা পালন করবেন। লন্ডন থেকে তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমান তার স্ত্রী, কন্যাসহ ওমরা হজে যোগ দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সেখানে থাকাকালীন সময়ে তিনি সৌদি বাদশাহর মেহমান হিসেবে মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন। বাদশার একটি ইফতার পার্টিতে খালেদা জিয়ার যোগ দেয়ার কথা রয়েছে। একই সঙ্গে সৌদি প্রবাসীদের ইফতার পার্টিতে যোগদানের কর্মসূচি রয়েছে।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন- খালেদা  জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী , প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সহকারী ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ।

Leave a Reply