১০ ক্যাটাগরিতেই সেরা তামিম
১০ ক্যাটাগরিতেই সেরা তামিম
ফর্মের তুঙ্গে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানে অপরাজিত থাকার পর আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ বলে করেন ৪৭ রান। আর সর্বশেষ ওমানের বিপক্ষে খেললেন ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস। এতে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। এছাড়া চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম। তার ধারেকাছে নেই কেউ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি’র অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাটিং পরিসংখ্যানের ১১টি ক্যাটাগরি করা হয়েছে। এরমধ্যে ১০টিতেই সবার ওপরে তামিম। এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট কাটাগরি ছাড়া সবগুলোতেই সবার ওপরে তামিম। তবে সর্বনিম্ন ২০ বলের মোকাবিলার হিসাব যদি ধরা হয় তাহলে সেখানে তামিম সবার ওপরে।