১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্রর ফল

01/05/2014 8:29 amViews: 11

http://www.dhakatimes24.com/assets/images/news_images/2014/04/30/for_details/k_23028_0.jpgঢাকা: ঢাকা বিভাগের কমিশনারের সম্মেলন কক্ষে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ড্র অনুষ্ঠানে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমান সভাপতিত্ব করেন।

 

সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

 

একক সাধারণ পদ্ধতিতে (প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ (কক,কখ,কগ,কঘ,কঙ,কচ,কছ,কজ,কঝ,কঞ,কট,কঠ,কড, কঢ,কথ,কদ,কন,কপ,কফ,কব,কম,কল,কশ,কষ,কস,কহ,খক,খখ,খগ,খঘ,খঙ,খচ,খছ,খজ,খঝ,খঞ,খট,খঠ এবং খড) এ ‘ড্র’ এর আওতাভুক্ত।

 

ড্রতে ০০০০০০১ হইতে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ড থেকে ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কার পেয়েছে।

 

প্রথম পুরস্কার ছয় লাখ টাকা-০১১২৫২৬, দ্বিতীয় পুরস্কার তিন লাখ ২৫ হাজার টাকা-০৯৬০৭৬৭।

 

তৃতীয় পুরস্কার প্রতিটি এক লাখ টাকার মোট দুটি পুরস্কার-০১৫৬৬০৪ ও ০৬৫৪৩৬৮

 

চতুর্থ পুরস্কার প্রতিটি ৫০ হাজার টাকার মোট দুটি পুরস্কার-

 

০৮৯০২৩৪ ও ০৮৯৫৫৮৬

 

পঞ্চম পুরস্কার প্রতিটি ১০ হাজার টাকার মোট ৪০টি পুরস্কার-

 

০০২৪৩২৮, ০৩১১০০৬, ০৪৪৫৬৯১, ০৬২৪৯৪৫, ০৭৬২২৩২,

 

০০৬২৩৮৮, ০৩২২০৯৬, ০৫০৮৫৮৮, ০৬৩৬১৯৩, ০৮০৮১৫০, ০০৮৭৯৩৪, ০৩৩২৭৬৯, ০৫৪১৭৯৫, ০৬৪৯২৯৫, ০৮২৮৫৯৬, ০১৪০৫১১, ০৩৯১৭৮৪, ০৫৪৭৫৮৯, ০৬৫৫২২৬, ০৮৩৯৯৮৪, ০১৪৭৩৬৩, ০৪০০২৮৬, ০৫৬৩০২৫, ০৬৮২৬৮৬, ০৮৬৯৪৯১, ০১৮৩৪০৫, ০৪০৫৬২৫, ০৫৬৫১৪৪, ০৭৪০৬৪৭, ০৮৮১৮৪৪, ০২১২৯৯৮, ০৪৩৩৮৫১,০৫৬৯৯৪১, ০৭৪৩৬৫৩, ০৯৩০০৭৬, ০৩০৪৩৭১, ০৪৩৪৭০০, ০৬১৫৫১১, ০৭৪৮৬৮৮ ও ০৯৯১৬৮৩।

Leave a Reply