১ম ওয়ানডেতে জয় খুব গুরুত্বপূর্ণ: মাশরাফি

06/11/2015 4:31 pmViews: 7
১ম ওয়ানডেতে জয় খুব গুরুত্বপূর্ণ: মাশরাফি

 

আগামীকাল শনিবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।

ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে হাজির হন দুই দেশের অধিনায়ক।

সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা বলেন, সিরিজ জয় বলেন আর হোয়াইট ওয়াশ বলেন সবার আগে হলো প্রথম ম্যাচে জয়লাভ করা। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হার নিয়ে মাশরাফি বলেন, প্রস্তুতি ম্যাচে আমরা হেরেছি। তবে এনিয়ে আমরা এখন ভাবছি না। আমাদের সামনে এখন ওয়ানডে ম্যাচ। আমরা সেটা নিয়ে ভাবছি। তবে প্রস্তুতি ম্যাচে আমাদের দলের ব্যাটসম্যানরা ভালো করেছ। এটা একটা ভালো দিক।

এদিকে সফরকারী জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। তাদেরকে হারাতে হলে অবশ্যই আমাদের ভালো করতে হবে। শুধু একটি ডিপার্টমেন্টে ভালো করলে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সম্ভব না। ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিং সব বিভাগেই আমাদের ভালো করতে হবে।

প্রস্তুতি ম্যাচে জয় নিয়ে চিগাম্বুরা বলেন, আমরা প্রস্তুতি ম্যাচে জয় লাভ করেছি। এটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা প্রস্তুতি ম্যাচের জয়ের অনুপ্রেরণা ওয়ানডে ম্যাচে কাজে লাগাতে চাই।

উল্লেখ্য, গতকাল ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ৭ উইকেটের ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হেরেছে।

এদিকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলে পাবে মাত্র এক পয়েন্ট। আর বাংলাদেশ যদি এক  ম্যাচ হারে তাহলে দুই পয়েন্ট হারাবো মাশরাফিরা। তবে বাংলাদেশ নিজেদের মাটিতে টানা তিনটি সিরিজ (পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত) জয় লাভ করেছে। এছাড়া বিশ্বকাপেও দারুণ চমক দেখিয়েছে। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। তখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই জয় পায় টাইগাররা।

Leave a Reply