হোয়াইট হাউজে ওবামা-ট্রাম্পের ‘হৃদ্যতাপূর্ণ’ বৈঠক

11/11/2016 11:25 amViews: 8

হোয়াইট হাউজে ওবামা-ট্রাম্পের ‘হৃদ্যতাপূর্ণ’ বৈঠক

হোয়াইট হাউজে বৃহস্পতিবার প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠক বেশ হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন। ওবামা বলেছেন, ‘আগামী দুই মাসে আমার এক নম্বর অগ্রাধিকার হলো আমাদের প্রেসিডেন্ট-ইলেক্ট যাতে সফল হন সেজন্য ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহজতর করার চেষ্টা করা।’ ট্রাম্পকে তিনি বলেন, ‘যদি আপনি সফল হন, তাহলে দেশ সফল হবে।’ ওভাল অফিসের সামনে দু’ জন বৈঠকে মিলিত হন। ট্রাম্প বৈঠকের জন্য ওবামাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বৈঠক হওয়ার কথা ছিল ১০ মিনিট, কিন্তু হয়েছে ৯০ মিনিট। তিনি বলেন, ‘মি. প্রেসিডেন্ট, আপনার সঙ্গে দেখা করাটা বিশাল সম্মানের। আপনার সঙ্গে আরও অনেক, অনেকবার সাক্ষাতের অপেক্ষায় আমি।’ ট্রাম্প আরও বলেন, তিনি ওবামার পরামর্শও চাইবেন। সাংবাদিকদের ট্রাম্প বারবার বলেন, ওবামা ‘একজন খুবই ভালো মানুষ’।
বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্প বৈঠক সম্পর্কে টুইট করেন। তিনি লিখেন, ‘ওয়াশিংটন ডিসিতে দারুণ একটি দিন। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রথমবারের মতো দেখা করলাম। সত্যিই দারুণ সাক্ষাৎ, দারুণ রসায়ন। মেলানিয়া মিসেস ওবামাকে খুবই পছন্দ করেছে।’
সিএনএন’র খবরে বলা হয়, তিন দিন আগেও ট্রাম্পকে হোয়াইট হাউজে আসার অযোগ্য বলে ঘোষণা করেছিলেন বারাক ওবামা। এ দু’ ব্যক্তির মধ্যে দ্বৈরথও অনেক পুরোনো। ওবামার জন্মস্থান কেনিয়ায় দাবি করে জন্ম নেওয়া বর্ণবাদী বার্থার আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন ট্রাম্প। তবে ওবামা বারবার বলে দিয়েছেন, মসৃন ক্ষমতা হস্তান্তর চান তিনি। এ প্রক্রিয়ায় ট্রাম্পের প্রতি তার ও হোয়াইট হাউজের কোন কর্মকর্তার দ্বেষ যাতে ফুটে না উঠে, সেজন্য বারবার নির্দেশ দিয়েছেন ওবামা। এদিকে ট্রাম্প ওবামার পরামর্শ চাইবেন এ ব্যাপারে হোয়াইট হাউজের এক কর্মকর্তা এক কথায় মন্তব্য করেছেন এই বলে যে, ‘অবিশ্বাস্য’। তিনি বলেন, হোয়াইট হাউজের একজন কর্মকর্তারও ট্রাম্প সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি। তবে তারা ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারাবদ্ধ। এরপরও হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, দু’ জনের অতীত ইতিহাস বিবেচনায়, এটি বলতে হয় যে, বৈঠকটি যতটা ‘বিশ্রী’ হবে বলে ধারণা করা হয়েছিল, তার চেয়ে একটু কম ছিল। এ নির্বাচনী প্রচারাভিযানের সময় একে-অপরের বিরুদ্ধে যে ধরণের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছিলেন, তেমনটা বৈঠকে হয়নি। এদিকে ট্রাম্প যখন ওবামার সঙ্গে বৈঠক করছিলেন, ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে দেখা করেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া।
হোয়াইট হাউজ সাক্ষাতের পর ট্রাম্প কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানের সঙ্গে দেখা করতে যান। সেখানে সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের সঙ্গেও দেখা করতে যান। অপরদিকে ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট মাইক পেন্স সাক্ষাৎ করেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। ম্যাককনেলের সঙ্গে সাক্ষাতের পর, ট্রাম্প নিজের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা অভিবাসনের দিকে কঠোরভাবে তাকাবো। আমরা সীমান্তের দিকে তাকাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্বাস্থ্যসেবা নিয়ে খুবই কঠোর থাকবো। আমরা কর্মসংস্থান খুঁজছি।’

Leave a Reply