হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে সই হবে ইসরাইল-আমিরাত চুক্তি

09/09/2020 12:07 pmViews: 2

হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে সই হবে ইসরাইল-আমিরাত চুক্তি

হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে সই হবে ইসরাইল-আমিরাত চুক্তি – ছবি : ভোয়া
হোয়াইট হাউজে আগামী ১৫ সেপ্টেম্ববর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে ইসরাইল-সংযুক্ত আরব আমিরাত চুক্তি। এতে ইসরাইলি প্রতিনিধি দলের সম্ভবত নেতৃত্ব দেবেন ওই দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আমিরাতের নেতৃত্ব দেবেন ওই দেশের যুবরাজের ভাই পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন জায়েদ। গত ১৩ আগস্ট দু দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সমঝোতা ঘোষণার এক মাস পর এই অনুষ্ঠান হতে যাচ্ছে ।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করবে। কর্মকর্তারা বলছেন, দু’দেশ থেকেই শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল আসবে। ইসরাইলি প্রতিনিধি দলের সম্ভবত নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আমিরাতের নেতৃত্ব দেবেন ওই দেশের যুবরাজের ভাই পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন জায়েদ।

এই ঐতিহাসিক চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের আগে তার পররাষ্ট্র নীতিতে বড় রকমের বিজয় এনে দিয়েছে। ওই ঘোষণার পর দু’দেশের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট এবং টেলিফোন যোগাযোগ শুরু হয়েছে, সেইসাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
সূত্র : ভোয়া

Leave a Reply