হোটেল সোনারগাঁওয়ে মোদি-মমতা বৈঠক
০৬ জুন, ২০১৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা তিনটার দিকে মোদির সঙ্গে দেখা করতে যান মমতা।
স্থলসীমান্ত চুক্তি সম্পাদনের আনুষ্ঠানিকতায় অংশ নিতে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে আছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা।
আজ টুইটারে দেয়া এক বার্তায় মমতা বলেন, ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর উপলক্ষে ভারত ও বাংলাদেশের মানুষের প্রতি আমার শুভ কামনা রইল।