হেফাজেতর সমাবেশ স্থগিত

23/12/2013 7:44 pmViews: 8

safi12: হেফাজতে ইসলামের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সরকারের বাধার কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর হেফাজতের আহবায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী। দুপুরে বারিধারায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী ঢাকার উদ্দেশে রওয়ানা হলে পুলিশ র‌্যাব ও বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। এছাড়া ঢাকায় সমাবেশ করতেও অনুমতি দেয়নি পুলিশ। একারণে সমাবেশ স্থগিত করা হয়েছে। তিনি জানান সংগঠনের নেতাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য আগামী কাল মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে মহা সমাবেশ করার ঘোষণা দিয়েছিল হেফাজতে ইসলাম।

Leave a Reply