হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের বৈঠক
হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব। হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় শনিবার এ বৈঠক হয়। দীর্ঘ বৈঠক শেসে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হাটহাজারী মাদ্রাসার নির্মাণাধীন জামে মসজিদের কাজ পরিদর্শন করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন শনিবার বেলা ১১টায় হাটহাজারী মাদ্রাসায় ঢোকেন এবং শফীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা করেন। এ সময় চট্টগ্রামের ডিসি এম এ সালাম, হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাছ মাদানী, প্রেস সচিব মাওলানা মুনির আহমদ, হেফাজতের আমিরের একান্ত সচিব মাওলানা শফী উপস্থিত ছিলেন।