হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জামায়াতের এজেন্ট বলে আখ্যা দিলেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফির পূত্র আনাস মাদানী।
আমি জামায়াতের এজেন্ট নই
হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জামায়াতের এজেন্ট বলে আখ্যা দিলেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফির পূত্র আনাস মাদানী। শাপলা চত্বরে রক্তক্ষয়ী ঘটনায় বাবুনগরীর ও জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে বলে দায়ী করেন তিনি।
অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে শাহ আহমদ শফির পূত্র আনাস মাদানীর একটি ফোনালাপ ফাঁস হয় সম্প্রতি। যেখানে এ ধরণের অভিযোগ তুলেন শফিপূত্র। এই ফোনালাপ ছড়িয়ে পড়ার পর হেফাজতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফোনালাপে যা বললেন শফিপূত্র :
আনাস মাদানী সাহেব আমরা তো আপনার ভক্ত। আপনার বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা শুনতেছি, এগুলো একটু এজাহাত করলে ভালো হয়।
আনাস মাদানী : এজাহাত কয়টা করব? আব্বাকে নিয়ে তো ব্যস্ত থাকতে হয়, আব্বা অসুস্থ। সবগুলো যদি এজাহাত করতে যাই, তাহলে তো আমাকে আর কাজ করতে হবে না।
এ সময় ওই ব্যক্তি অনুরোধ করেন, যেন একবার লাইভে এসে সব বিষয় পরিষ্কার করেন। জবাবে আনাস মাদানী বলেন, ঠিক আছে আমি একবার আসলাম।