‘হেফাজতকে সমাবেশ করতে দেয়া হবে না’

22/12/2013 10:04 pmViews: 8

 

mamunipc_1261895989_2-Untitled-1.psd আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হেফাজতে ইসলামকে আগামী মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে দেয়া হবে না।
মতিঝিলে সমাবেশ করতে হেফাজতের অনড় অবস্থান প্রকাশের মধ্যে রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হেফাজত যতই আস্ফালন করুক না কেন তাদের সমাবেশ করতে দেয়া হবে না। কারণ তারা সমাবেশের নামে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
পুলিশ অনুমতি না দিলেও হেফাজত সমাবেশ করার চেষ্টা করতে পারে বলে মনে করেন তিনি। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
২৪ ডিসেম্বর রাজধানীতে হেফাজেত সমাবেশের ঘোষণা দিলেও সেখানে একই দিন পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ। নৌমন্ত্রী শাজাহান খান এই সংগঠনের আহ্বায়ক।
গত ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত। ওই সমাবেশ রাজধানীতে তাণ্ডব চালায় তারা। সেদিন সহিংসতায় বেশ কয়েকজন নিহতও হন।
এরপর হেফাজতকর্মীরা মতিঝিলে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের তুলে দেয়া হয়।
কামরুল বলেন, বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজত আলাদা না। তারা (বিএনপি-জামায়াত) হেফাজতকে নামিয়ে শাপলা চত্বরে সমাবেশের নামে আরেকটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়।

Leave a Reply