হৃদরোগে আক্রান্ত নায়ক রিয়াজ হাসপাতালে

20/10/2015 10:48 amViews: 14
হৃদরোগে আক্রান্ত নায়ক রিয়াজ হাসপাতালে

 

দেশীয় চলচ্চিত্রে খ্যাতিমান অভিনেতা নায়ক রিয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি এ্যাপোলো হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আরেকটি সূত্রে জানা গেছে, নায়ক রিয়াজের হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। তাকে ইতিমধ্যে একটি রিং পরানো হয়েছে বলেও নিশ্চিত করেছে সূত্রটি। সোমবার রাতে মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের শুটিং স্পটে হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। অচেতন হয়ে পড়লে শুটিং বন্ধ করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘদিন চলচ্চিত্রের বাইরে থাকার পর সম্প্রতি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন রিয়াজ। কৃষ্ণপক্ষ চলচ্চিত্রটি আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি পাওয়ার কথা। এদিকে রিয়াজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত ও চলচ্চিত্রাঙ্গণে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

১৯৯৫ সালে বাংলার নায়ক ছবির মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন রিয়াজ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে প্রাণের চেয়ে প্রিয়, মনের মাঝে তুমি, ভালোবাসি তোমাকে, পৃথিবী তোমার আমার, বুক ভরা ভালোবাসা, স্বপ্নের পুরুষ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মিলন হবে কতদিনে, প্রেমের তাজমহল, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, স্বপ্নের বাসর, জামাই শ্বশুর মোল্লাবাড়ির বউ, হৃদয়ের কথা, চন্দ্রগ্রহণ ইত্যাদি। চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিয়াজ।

Leave a Reply