হুমকির মুখে তিস্তা ব্যারেজ: মূল অংশে ফাটল
লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ফাটল দেখা দিয়েছে । ওই ব্যারেজের মূল অংশের ৪২ নং গেটের বিশাল অংশে এ ফাটলের সৃষ্টি।
নিয়ম নীতির তোয়াক্কা না করে ওই ব্যারেজের ইজারাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থের বিনিময়ে ভারী যানবাহন চলাচলের অনুমতি দেয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
তথ্য মতে, ওই ব্যারেজের উপর দিয়ে চলাচলের জন্য সাইকেল, রিক্সা, ভ্যান ৬ টাকা, মোটরসাইকেল ২০ টাকা, মাইক্রোবাস ৮০ টাকা, খালি ট্রাক ২০০ টাকা, মালবাহী ট্রাক ও বাস ৫০০ টাকা করে টোল আদায় করা হয়। তবে ২৫ টনের বেশি কোনো যানবাহন চলাচল নিষেধ।
কিন্তু ব্যারেজের টোল ইজারাদার দায়িত্বরত পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় ২৫ টনের বেশী প্রতি মালবাহী গাড়িতে ১ হাজার টাকা অতিরিক্ত টোল আদায় পূর্বক চলাচলের অনুমতি দিচ্ছে । স্থানীয় লোকজন জানান, গত দুই দিন ধরে এ ফাঁটল দেখা দিলেও সোমবার তার বিশাল অংশ বেড়ে যায়। পরে বিষয়টি নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যরা পাউবো’র নির্বাহী প্রকৌশলীকে অবগত করেন বলে জানা গেছে ।
তিস্তা ব্যারেজের টোল ইজারাদার স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের চাচাতো ভাই আলমগীর হোসেন রন্টু এ অভিযোগ অস্বীকার করে জানান, এসব দেখাশুনার ভার দায়িত্বরত পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের ।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, এটি কোন বিষয় নয় । ২০ বছর ধরে এভাবে ফাঁটল দেখা দিচ্ছে এতে মূল ব্যারেজে’র তেমন কিছুই হবে না ।