হুঁশিয়ারি বার্তা দিলেন পুতিন সৌদি ক্রাউন প্রিন্সকে জ্বালানী নিয়ে রাজনীতি না করতে
খবরে বলা হয়, এক ফোনালাপে তেলের উৎপাদন নিয়ে রাজনীতি না করতে বিন-সালমানকে সাবধান করেন পুতিন। ওই ফোনালাপ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে ক্রেমলিন।
এতে বলা হয়, বৈশ্বিক জ্বালানী সরবরাহ নিয়ে রাজনীতি করা হবে অগ্রহণযোগ্য। ফোনালাপে সৌদি ক্রাউন প্রিন্সের কাছে তাই ব্যক্ত করেছেন পুতিন। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফোনালাপে তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার কথাই বলেছেন ক্রাউন প্রিন্স। এছাড়া সৌদি নেতৃত্বাধীন ওপেক ও রুশ মিত্রদের মধ্যেকার সমঝোতা রক্ষা করার গুরুত্বও তুলে ধরেন তিনি।