হিলারির সমর্থকদের চোখে জল
হিলারির সমর্থকদের চোখে জল
হোয়াইট হাউসে যাওয়ার পথে তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে আছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের এই প্রবণতায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অনেকের চোখে জল দেখা গেছে।
সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে হিলারির প্রচার সদর দপ্তরের পরিবেশ বদলে গেছে। তাঁর সমর্থকেরা কাঁদছেন। বিষণ্ন মনে অনেকে বাড়ি ফিরছেন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। ইলেকটোরাল কলেজ ভোটের এই লড়াইয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।