হিলারির বিরুদ্ধে দুই মার্কিন সেনার মা-বাবার মামলা
হিলারির বিরুদ্ধে দুই মার্কিন সেনার মা-বাবার মামলা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত দুই মার্কিন সেনার মা-বাবা। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে নিহত ওই দুই সেনার মৃত্যুর জন্য তাঁরা হিলারিকে দায়ী করছেন।
বিবিসি জানায়, নিহত মার্কিন সেনা সিন স্মিথের মা প্যাট্রিসিয়া স্মিথ এবং অপর নিহত মার্কিন সেনা টাইরন উডসের বাবা চার্লস উডসের পক্ষ হয়ে হিলারির বিরুদ্ধে মামলা করেছে রক্ষণশীল সংগঠন ফ্রিডম ওয়াচ। সন্তানের মৃত্যুর জন্য দায়ী করার পাশাপাশি মানহানির জন্য হিলারিকে দায়ী করেছেন তাঁরা।
মামলায় বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় হিলারি ক্লিনটন ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের কারণেই সিন স্মিথ ও টাইরন উডস হামলার শিকার হয়েছেন। এতে আরো বলা হয়, শত্রুরা হয়তো হিলারির ব্যক্তিগত ইমেইল হ্যাক করে কূটনৈতিকদের সম্পর্কে তথ্য পেয়েছে।
বিবিসি জানায়, ২০১২ জঙ্গিদের লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কমপাউন্টে জঙ্গিরা হামলা চালায়। ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনসহ চার মার্কিন নাগরিক নিহত হন।
গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, হিলারির ইমেইল সার্ভার ঝুঁকির মধ্যে ছিল। তবে সেখানে কোনো হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি।
নিহত দুই মার্কিন সেনার মা-বাবার দাবি, গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য অতি উদাসীনভাবে দেখেছেন হিলারি ক্লিনটন। তাঁর প্রাইভেট ইমেইল সার্ভার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য প্রকাশ পেতে পারে।
হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারের এক মুখপাত্র নিক মেরিল বলেন, বেনগাজিতে নিহত সাহসী মার্কিনিদের পরিবারের দুঃখ অন্য কেউ চিন্তা করতে পারে না। তবে ওই হামলা নিয়ে নয়টি তদন্ত হয়েছে, যার কোনোটিতেই হিলারির কোনো ভুলের কথা বলা হয়নি।