হিলারিকে ‘শয়তান’ আখ্যায়িত করলেন ট্রাম্প

02/08/2016 4:46 pmViews: 9

হিলারিকে ‘শয়তান’ আখ্যায়িত করলেন ট্রাম্প

 

নিজ দলের ভিতর প্রচণ্ড সমালোচনার মুখে প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ (ডেভিল) বলে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সময় দলীয় মনোনয়নে হেরে যাওয়া ডেমোক্রেট বার্নি স্যান্ডার্সকে ছেড়ে দেন নি। বলেছেন, ডেমোক্রেট দলের প্রাইমারি নির্বাচনে হিলারি ক্লিনটনের কাছে আত্মসমর্পণ করেছেন বার্নি স্যান্ডার্স। তিনি একটা শয়তানের সঙ্গে চুক্তি করেছেন। তিনি (হিলারি) একটা শয়তান। ডোনাল্ড ট্রাম্প পেনসিলভ্যানিয়াতে একটি হাইস্কুলে র‌্যালিতে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন। সোমবার তিনি ওই রাজ্যের মেকানিকসবার্গ নামের জিমে সন্ধ্যায় এই বক্তব্য রাখেন। সেকানে প্রথমবারের মতো তিনি হিলারি ক্লিনটনকে শয়তানের সঙ্গে তুলনা করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের মুসলিম সেনা নিহত ক্যাপ্টেন হুমায়ুন খানের পিতামাতাকে যেভাবে ট্রাম্প সমালোচনা করেছেন তাতে তার নিজ দল যেমন নিন্দা জানিয়েছে। তেমনি নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটরা। হুমায়ুন খান ২০০৪ সালে ইরাক যুদ্ধে ২৭ বছর বয়সে একটি গাড়িবোমায় নিহত হন। তার পিতামাতাকে অবমাননা করে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানাতে সর্বশেষ যুক্ত হয়েছেন রিপাবলিকান দল থেকে এর আগের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজিত প্রার্থী ও সিনিয়র রিপাবলিকান জন ম্যাককেইন। ভিয়েতনাম যুদ্ধের এই বর্ষীয়ান সিনেটর তীব্র ভাষায় বিবৃতি দিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে। তিনি এতে বলেছেন, আমাদের মধ্যে সেরা যারা তাদের অবমাননা করার লাইসেন্স ট্রাম্পকে দেয়া হয় নি। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ওয়ারেন বাফেট। ট্রাম্প তার আয়কর রিটার্ন প্রকাশ করতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে ‘কিছু গোপন’ করার অভিযোগ এনেছেন বাফেট। ট্রাম্প বলেছেন, আর্থিক কর্তৃপক্ষ অডিট সম্পন্ন না করা পর্যন্ত তিনি আয়কর বিবরণী প্রকাশ করতে পারবেন না। জবাবে ওয়ারেন বাফেট বলেছেন, আয়কর প্রদর্শন না করার কোন আইন নেই। এটা না করলে মানুষ এ নিয়ে প্রশ্ন তুলবে। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে মারেন তিনি। বলেন, আপনার আয়কর নিয়ে যেকোন জায়গায়, যেকোন সময় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

Leave a Reply