হিরো আলমের ওপর হামলা
সোমবার রাতে রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টের ‘ডি’ ব্লকের দুই নম্বর রোডে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন একতারা প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী। এর আগে বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন তিনি। এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে সাংবাদিকদের ভোট নিয়ে প্রতিক্রিয়া দেন হিরো আলম।
স্বতন্ত্র এই প্রার্থী অভিযোগ করেন, বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে আমরা যখন ঢুকি, দেখতে পাই আওয়ামী লীগের লোকজন ব্যালটে সিল মারছে। আমরা তখন তাদের বলি কেন সিল মারছেন? এ কথা বলা কি আমার অপরাধ হয়েছে? পরে সেখান থেকে বের হবার পর তারা আমার ওপর হামলা করে।