হায়দ্রাবাদে বাসে আগুন : ৪০ যাত্রীর মৃত্যু

30/10/2013 7:41 pmViews: 10

bus-fire-360ডেস্ক : ভারতের হায়দ্রাবাদে বাসে আগুন লেগে ৪০ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ব্যাঙ্গালুর থেকে হায়দ্রাবাদগামী দ্রত গতির বাসটি অন্য একটি যানবাহনকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় এসি বাসটির অধিকাংশ যাত্রীই ঘুমে আচ্ছন্ন ছিলেন। পুলিশ বলেছে, মাত্র ৪ থেকে ৫ জন যাত্রী বাসের গ্লাস ভেঙে বাইরে বের হতে পেরেছে। খবর এনডিটিভি।

পুলিশ আরও বলেছে, ৪৯ জন যাত্রী নিয়ে বাসটি ব্যাঙ্গালুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের মাহবুবনগরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাসটি জব্বার ট্রাভেলসের। এই প্রতিষ্ঠানটি ট্যুর অপারেটর হিসেবে ভারতে বহুল পরিচিত। ব্যাঙ্গালুর, হায়দ্রাবাদ, মুম্বাই ও পুনেতে জব্বার ট্রাভেলসের অফিস রয়েছে।

Leave a Reply