হাসিনা-সূ চি বৈঠক

03/03/2014 9:12 pmViews: 129

 

 

 মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে পার্লামেন্ট ভবনে শেখ হাসিনা গেলে দেশটির বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, শান্তিতে নোবেল বিজয়ী সু চি তাকে আলিঙ্গনে বরণ করে নেন। আধ ঘণ্টার বৈঠক শেষে হাত ধরে শেখ হাসিনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন মিয়ানমারের এ নেত্রী।

এর আগে সকালে মিয়ানমারের রাজধানী নে পি দওয়ে পৌঁছানোর পর দুপুরে প্রেসিডেন্ট প্যালেসে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি যান মিয়ারমারের পার্লামেন্টের রুল অব ল’ কমিটির কার্যালয়ে, সু চি ওই কমিটিরই চেয়ারম্যান।

পরে মিয়ানমারের পার্লামেন্টের স্পিকার শুয়ে মানের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে অংশ নিতে সোমবার সকালে মিয়ানমার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply