হাসিনা-মোদির সমস্ত চুক্তির তথ্য প্রকাশ করতে হবে
০৫ জুন, ২০১৫
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে যেসব চুক্তি সম্পাদিত হবে তার সমস্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে।
তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে সে সম্পর্কে জনগণের কাছে তথ্য থাকা একটি প্রাথমিক শর্ত হলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই চুক্তিগুলো স্বাক্ষরের আগে তো বটেই, এমনকি স্বাক্ষরের পরও চুক্তিগুলোর তথ্য জনগণের অগোচরে থেকে যায়। তাই আসন্ন মোদির সফরে যেসব চুক্তি সম্পাদিত হবে তা যেন জনগণের সম্মুখে প্রকাশ করা হয়।
শুক্রবার দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই ব্যস্ত। আওয়ামী লীগ এটাকে সরকারের বিজয় হিসেবে দেখাচ্ছে আর বিএনপি মোদির সুদৃষ্টি পাবার জন্য মরিয়া ভাব প্রকাশ করছে।
তিনি আরো বলেন, দুটি দেশের সম্পর্ক কেবল সরকার কিংবা দুই দলের ভেতরের সম্পর্ক নয়, দুটি দেশের সম্পর্ক হল জনগণের ভেতরের সম্পর্ক, যার ভিত্তি হল উভয় দেশের জাতীয় সার্বভৌমত্ব, সমমর্যাদা ও জাতীয় স্বার্থ।
এসময় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আব্দুস সালাম, ফিরোজ আহমেদ, প্রতিবেশ আন্দোলনের সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রেবেকা সুলতানা, হকার্স নেতা বাচ্চু ভূঁইয়া প্রমুখ।