হাসিনা-মনমোহন বৈঠক সম্পন্ন

28/09/2013 7:38 pmViews: 10

hasina - mon mhonডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয়েছে। নিউইয়র্ক হোটেল প্যালেসে এ বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়েছে জাতিসংঘ সদর দফতরেই। আর বৈঠকটি শুরুও হয়েছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দুপুর সাড়ে ১২টায়।

আধাঘণ্টারও বেশি সময়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই প্রধানমন্ত্রী বসেছিলেন জাতিসংঘ ভবনে মহাসচিবের কার্যালয়ের লবিতে একটি ছোট কক্ষে। সেখানে তাদের কী আলোচনা হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১টা) জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার নিউইয়র্ক সময় বিকালে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর জানানোর কথা। একটি সূত্র জানিয়েছে, বৈঠকের শেষ ১০-১২ মিনিট দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে বিএনপি অংশগ্রহণ করবে।

হঠাত্ করেই পূর্বনির্ধারিত ভেন্যু ও সময় পরিবর্তন করে এ বৈঠক কেন জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত হলো জানতে চাইলে দায়িত্বশীল একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ভবনে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংও জাতিসংঘ ভবনে ছিলেন। দুই নেতার একই ভেন্যুতে অবস্থানকালে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই বৈঠকটি জাতিসংঘ ভবনেই সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় বৈঠক শুরু হয়ে ১টার পর পরই শেষ হয়। তবে বৈঠক সূত্র জানিয়েছে, বিকালে প্রেস কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা ও ড. মনমোহন সিংয়ের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে, মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দেয়া প্রতিশ্রুতি অক্ষুণষ রাখতে ভারত বদ্ধপরিকর। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল আশ্বস্ত করা হয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্ক সময় বিকাল ৫টায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নির্ধারিত বৈঠকটি শুরু হওয়ার কথা বিকাল ৪টা ২০ মিনিটে বিশ্বসংস্থার সদর দফতরে সেক্রেটারি জেনারেল কনফারেন্স রুমে।

এছাড়া শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। ম্যানহাটনের হোটেল হিলটনে একটি জাঁকজমক সংবর্ধনার আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংবর্ধনার সংশ্লিষ্টরা।

Leave a Reply