হাসিনা-খালেদার সংলাপে বসার রুলের শুনানি ২৬ সেপ্টেম্বর

22/09/2013 10:37 amViews: 7

index
প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সংলাপে বসার রুলের শুনানি ২৬ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত দুই সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপে বসতে কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। গত ২৭ মে এই রুল জারি করা হয়। ওই দিন সুপ্রিমকোর্টের আইনজীবী উল্লেখিত রুল পেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

Leave a Reply