হাসান আলিই সেরা

19/06/2017 1:04 pmViews: 8

হাসান আলিই সেরা

 


 

বল হাতে টুর্নামেন্টে জুড়ে আলো ছড়িয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি। পাঁচ ম্যাচে ১৩ উইকেট শিকার করে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। পেয়েছেন গোল্ডেন বল ট্রফি। দারুণ পারফরম্যান্স করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও নিয়েছেন হাসান আলি।

প্রথম ম্যাচে ছন্দে ছিলেন না তিনি। ভারতের বিপক্ষে ৭০ রান দিয়ে এক উইকেট নেন হাসান। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্বলে উঠেন। মাত্র ২৪ রানের বিনিমিয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। ডু প্লেসিস, জেপি ডুমিনি আর ওয়েন পারনেলকে সাজঘরের পথ দেখিয়েছিলেন সেই ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষেও তিন উইকেট শিকার করেন তিনি। ফেরান কুশল মেন্ডিস, আসেলা গুনারাত্নে আর সুরাঙ্গা লাকমলকে।

সেমি-ফাইনালে পাকিস্তানের ইংল্যান্ডের বিপক্ষে জয়েও বড় ভূমিকা রাখেন হাসান। জনি বেয়ারস্টো, ইয়ন মরগান আর বেন স্টোকসকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের স্কোর বড় হতে দেননি।

ফাইনালেও ভারতের বিপক্ষে তিন উইকেট পেয়েছেন হাসান আলি। ফাইনালের বোলিং ফিগারটাই এ টুর্নামেন্টে হাসানের সেরা বোলিং। এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন ও জাস্প্রিত বুমরাহকে ফিরিয়েছেন তিনি। ৬ ওভার ৩ বল করে রান দিয়েছেন মাত্র ১৯।

৫ ম্যাচে সব মিলিয়ে ৪৪ ওভার ৩ বল করেছেন হাসান। মেইডেন নিয়েছেন দুটি। রান দিয়েছেন ১৯১। ১৪.৬৯ গড়ে ১৩ টি উইকেট পেয়েছেন তিনি। ওভারপ্রতি গড়ে ৪.২৯ রান দিয়েছেন তিনি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট সেরা ক্রিকেটাররা-

১৯৯৮- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

২০০০- কেউ পুরষ্কৃত হয়নি

২০০২- কেউ পুরষ্কৃত হয়নি

২০০৪- রামনরেশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ)

২০০৬- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

২০০৯- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

২০১৩- শিখর ধাওয়ান (ভারত)

২০১৭- হাসান আলি (পাকিস্তান)

Leave a Reply