হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আদর্শ সময় সকাল ৬.৩০

26/03/2014 10:07 pmViews: 11
লন্ডন: নতুন এক গবেষণায় দেখা গেল মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আদর্শ সময় নাকি সকাল ৬.৩০৷ বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড ওমেনস্ হেলথ অ্যান্ড অরিগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি-র গবেষকেরা জানিয়েছেন, প্লাসমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর-১ (পিএআই-১) সকালের দিকে কার্ডিওভাসকুলার সমস্যার জন্য দায়ী৷

প্রধান গবেষক ডা. ফ্র্যাঙ্ক স্কিহির জানিয়েছেন, ২৪ ঘন্চার দিনপঞ্জির মধ্যে পিএআই-১ ভোর সাড়ে ৬টার সময়ই সর্বোচ্চ মাত্রায় থাকে৷ সহকারী গবেষক ডা. স্টিভেন সিয়া জানিয়েছেন, হিইম্যান সার্কাডিয়ান সিস্টেমের জন্য ভোরের দিকে পিএআই-১ এর সংবহন উচ্চমাত্রায় থাকে৷ এতে আচরনগত বা পরিবেশগত প্রভাব স্বাধীন অবস্থাতেই থাকে৷

সম্প্রতি এই গবেষণাটি ব্লাড এর একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷- ওয়েবসাইট।

Leave a Reply