হামাস সন্ত্রাসী নয়, স্বাধীনতার জন্য যুদ্ধ করছে: এরদোগান
গাজার ওপর ইসরাইলের বোমা হামলাকে সমর্থন করার জন্য পশ্চিমা শক্তিগুলোর কড়া সমালোচনা করেছেন এরদোগান। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান, যাতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো যায়। সহিংসতা বন্ধে তিনি মুসলিম দেশগুলোকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান। গাজায় গণহত্যা ও অবরোধের নেপথ্যে যারা, তারা ইসরাইলকে সীমাহীন সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইসরাইল নিজের জন্য এবং তাদেরকে যারা সমর্থন দিচ্ছে তাদের জন্য গাজায় হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন। এরদোগানের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী সংগঠনের’ পক্ষ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। পুরো বিশ্ব যে ভয়াবহতা দেখেছে, তা পরিবর্তন করবে না তার এসব উস্কানিমূলক কথাবার্তা।