হামাসের ড্রোন ইসরাইলের সীমান্ত দেয়াল অকার্যকর করে দিয়েছে: নিউ ইয়র্ক টাইমস

11/10/2023 9:10 pmViews: 3

mzamin

ইসরাইলের সীমান্ত দেয়ালকে অকার্যকর করে দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাগোষ্ঠী হামাসের ড্রোন। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলকে ধোঁকা দেয়া এবং গাজা সীমান্তের নজরদারি অবকাঠামোতে গুরুত্বপূর্ণ দুর্বলতা খুঁজে পেয়েছে হামাস। এর ফলে সস্তা কিছু ড্রোন দিয়েই গত পাঁচ দশকের মধ্যে ইসরাইলের নিরাপত্তাকে সবচেয়ে বাজেভাবে লণ্ডভণ্ড করে দিতে পেরেছে তারা।

মার্কিন গণমাধ্যমটি বলেছে, ফিলিস্তিনি যোদ্ধারা ২৯টিরও বেশি শহর ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যা করে। এছাড়া, বহু সেনা ও ইসরাইলি নাগরিককে তারা ধরে নিয়ে গেছে। শনিবারের হামলার আগে ২০২১ সালের মে মাসে সংঘর্ষে ইসরাইল হামাসকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছিল। ২০২১ সালে হামাসের বহু সংখ্যক রকেট ভূপাতিত করে ইসরাইল নিশ্চিত হয়েছিল যে, এই সংগঠনটি আসন্ন কোনো হুমকি নয়। এছাড়া, ইসরাইল তার নিরাপত্তার জন্য সীমান্ত দেয়ালের ওপর অতিমাত্রায় নির্ভর করেছিল। নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস তার আক্রমণের প্রাথমিক পর্যায়ে ড্রোন থেকে গোলাবারুদ ফেলে অন্তত চারটি যোগাযোগ টাওয়ারের যোগাযোগ ব্যবস্থা ‘অকেজো’ করে দেয়। এর ফলে ইসরাইলিরা ফিলিস্তিনি যোদ্ধাদের দেয়াল ভাঙা ও ইসরাইলে প্রবেশ দেখতে পায়নি। এতে হামাসের কাজ প্রত্যাশার চেয়ে সহজ হয়ে ওঠে। হামাস বিস্ফোরক এবং বুলডোজার ব্যবহার করে প্রায় ১৫০০ যোদ্ধার জন্য প্রায় ৩০টি ফাঁক তৈরি করে।

হামাসের অভিযানের পর ইসরাইলি সেনাদের বিমান সমর্থন দিতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ইসরাইলি সেনা কর্মকর্তারা প্রথম দিকে বুঝতেই পারেননি, কতটা বড় অভিযান চালিয়েছে হামাস।

Leave a Reply