হামলায় সহকারী প্রিজাইডিং নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্য। শনিবার রাত রাত ১১টার দিকে সদর উপজেলার ভেলাযান সেপরিখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানিয়েছেন, নিহত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম জোবায়দুর রহমান (৪৫)।
তিনি বলেন, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ভোটকেন্দ্রে আগুন ধরে যায়। এ সময় তারা ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম ছিনিয়ে নেয়। পেট্রোল বোমার আগুনে দগ্ধ অবস্থায় জোবায়দুর পালানোর সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তার উপর দ্বিতীয় দফা হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।