হানিফ ফ্লাইওভার ঈদের উপহার : প্রধানমন্ত্

11/10/2013 7:28 pmViews: 12

Mayor-Hanif-Fly-PM455প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পবিত্র ঈদুল আজহার উপহার। ঈদ উপলক্ষে ফ্লাইওভারটি খুলে দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে চার লেন বিশিষ্ট এই ফ্লাইওভার উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ১১ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের কুতুবখালী প্রান্তে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ২০১০ সালের ২২ জুন তিনিই ২ হাজার ৪০০ কোটি টাকার এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ৪ লেন বিশিষ্ট এই ফ্লাইওভারে ৬টি প্রবেশপথ ও ৭টি বের হওয়ার পথসহ মোট ১৩টি ওঠানামার পথ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কুড়িল ফ্লাইওভার ছিল ঈদুল ফিতরের উপহার। এর আগে হাতিরঝিল চালু করে নববর্ষ উপহার দেয়া হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, আমরা সরকারে আসার পর চেষ্টা করি মানুষের জীবন স্বাভাবিক রাখতে। এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে।

২০১০ সালের এপ্রিল মাসে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়। ফ্লাইওভারটিতে রয়েছে প্রায় ৩০০ পিয়ার। ফ্লাইওভারে চলাচল মসৃণ করার জন্য উন্নত প্রযুক্তিতে বিশেষ ধরনের বিটুমিন মেমব্রেন ব্যবহার করা হয়েছে।

পিপিপি পদ্ধতিতে নির্মিত এই ফ্লাইওভারে চুক্তি অনুযায়ী বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ২৪ বছর ধরে টোল আদায় করবে।

Leave a Reply