হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

08/06/2022 12:54 pmViews: 11

হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকের হাতিরঝিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহের সঙ্গে মোবাইল ও মানিব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানিয়েছেন, প্রfথমিকভাবে ওনার গলায় এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত (কাটা দাগ) পাওয়া গিয়েছে। নিকেতন বাসস্ট্যান্ড সংলগ্ন লেকের পাড় থেকে আজ ভোর সাড়ে ৬টায় তার মরদেহ উদ্ধার করা হয়।  এ সময় তার পরনে ফরমাল শার্ট-প্যান্ট ছিল। এটা গুলশান থানার অধীনে পড়েছে। এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি।

Leave a Reply