হাজিরা দিলেন ফখরুল-আব্বাস-গয়েশ্বর

08/12/2022 1:08 pmViews: 2

mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা  শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিয়েছেন। অন্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। আজ সকাল ৯টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা। আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

২০১৯ সালের ডিসেম্বরে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়।

Leave a Reply