হাজারীবাগ বস্তিতে আগুন, দু’শতাধিক ঘর পুড়ে ছাই

18/10/2013 5:05 pmViews: 12

bostite agunপ্রতিবেদক :হাজারীবাগ বস্তিতে আগুন লেগে ২ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাজারীবাগের বালুর মাঠ বৌ বাজার বস্তিতে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ভরত চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, আগুনে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আগুনে পুড়ে সব হারিয়ে বিলাপ করেন ক্ষতিগ্রস্তরা।

বস্তিবাসী জমেলা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বর্তমানকে বলেন, ঘর তো পুড়ছেই, ঘরে চাল-ডাল ছাড়া দু’হাজার টাকা ছিল, তাও গেছে। এখন আমি কী করমু, কী খামু।

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা ভরত বলেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী জানান, আগুন লাগা মাত্রই বস্তির একটির পর একটি ঘরে তা ছড়িয়ে পড়ে।স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply